কুষ্টিয়ায় পূর্ব শত্রুতায় কলাগাছ ও পাট কর্তনের অভিযোগ

315

kushtia-kola-apat-korton-pi

এসএম জামাল, কুষ্টিয়া থেকে: কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের কলাগাছ ও পাট কেটে তছরুপ করা হয়েছে।

উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামের আশাগড়ি মাঠে বর্গাচাষী কৃষক সাবান আলী প্রামানিকের দেড় বিঘা জমির কলাগাছ ও এক বিঘা জমির পাট কেটে দেয়।

পুর্ব শত্রুতার জের ধরে গ্রামের আব্দুল কাদের মাষ্টারের ছেলে তুফান তার লোকজন নিয়ে গাছ কেটে সাবাড় করে বলে অভিযোগ ভুক্তভোগীর।

এতে তার দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দরিদ্র কৃষক সাবান আলী প্রমানিক অন্যের জমি লিজ নিয়ে কলাগাছের আবাদ করেছিলেন। কলারগাছগুলো বেশ বড় হচ্ছিলো। কিন্তু গতকাল সোমবার ভোরের দিকে গ্রামের তুফান সদলবলে ক্ষেতে গিয়ে কলাগাছ কেটে এবং তার কিছুদুরে একবিঘা জমির পাটের তছরুপ করে পালিয়ে যায়। এ ঘটনায় বর্গাচাষী সাবান আলী প্রামানিকের পথে বসার উপক্রম হয়েছে।

এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ফার্মসঅ্যান্ডফার্মারকে জানান, ঘটনাস্থলে আহম্মদপুর ক্যাম্পের পুলিশ প্রেরণ করা হয়েছিল। ক্ষতিগ্রস্ত কৃষক মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম