প্রাকৃতিক উপায়ে মুরগিকে সুস্থ রাখতে হলে যেসব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে

53
বিভিন্ন জাতের মুরগি

প্রাকৃতিক উপায়ে মুরগিকে সুস্থ রাখতে হলে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। আর এসবগুলো জানা থাকলে আপনি সহজেই কোন খরচ ছাড়াই মুরগি পালন করতে পারেন। নিচে বিস্তারিত জানানো হলো-

যে কারণে রোগ হয় ও তার প্রতিকার

নোংরা পানি, অপরিষ্কার পরিবেশ এবং অনুপযুক্ত খাবার। প্রতিদিন মুরগীর থাকার অঞ্চলটি পরিষ্কার করুন এবং উচ্ছিষ্ট খাবারগুলো সরিয়ে ফেলুন।

আপনি হলুদের গুঁড়া বা পটাসিয়াম পারম্যাঙ্গনেট দিয়ে খাওয়ার পানি পরিষ্কার করতে পারেন। মুরগিকে সুষম খাদ্য খাওয়ান। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খাবারে কিছু রসুন বা পেঁয়াজ যুক্ত করুন।

তিক্ত ঔষধি গাছের পাতা অন্ত্রের পরজীবী প্রতিরোধে সহায়তা করে। পেঁপের সাদা আঠা, সুপারি বা ডালিমের ফলের খোসার সাহায্যে মুরগিগুলিকে কৃমি মুক্ত করুন।

ক্যালসিয়ামের ঘাটতি প্রতিরোধ করার জন্য মুরগিগুলিকে কিছুটা লেবু খোসা বা চূর্ণ ডিমের খোসা দিন । বাইরের পরজীবী তাড়ানোর জন্য মুরগির ঘরে সুগন্ধি পাতার একটি ছোট তোড়া বেঁধে রাখুন।