ফরিদপুরে মাইকিং করে ১০০ টাকায় তরমুজ বিক্রি

30

পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের ক্রয়সামর্থ্যরে বিবেচনা ডা. নাহিদ উল হকের প্রচেষ্টায় মাঝারি সাইজের তরমুজ ১০০ টাকায় ও বড় সাইজের তরমুজ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। একই সাথে প্রতি পিস আনারস ৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা শহরময় ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়া তার উদ্যোগেই লক্ষ্মীপুর এলাকায় প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

গতকাল শুক্রবার দুপুর থেকে শহরের প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে তরমুজ ও আনারস এবং লক্ষ্মীপুরে মাংস বিক্রি শুরু হয়।

উদ্যোক্তা ডা. নাহিদ উল হক জানান, প্রতিদিনই নির্দিষ্ট স্থানে তরমুজ, আনারস এবং মাংস বিক্রি হবে। শুক্রবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ঈদের আগের দিন পর্যন্ত।  তিনি বলেন, ‘বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রমজানে তরমুজ ও আনারস কিনতে পারছে না দরিদ্র মানুষ। বিষয়টি বিবেচনা করে এ উদ্যোগ নেয়া হয়েছে। জনসাধারণ রমজানে যাতে একটু স্বস্তিতে থাকতে পারে সেজন্যই এ প্রচেষ্টা।’