ব্রয়লারের কেজি মাত্র ১১৫ টাকা

270

আবারও খামারি পর্যায়ে কমল ব্রয়লারের দাম। কেজিপ্রতি বিক্রি হচ্ছে গড়ে মাত্র ১১৫ থেকে ১২৫ টাকা করে। যাতে হতাশ হয়ে যাচ্ছেন খামারিরা। প্রতিনিয়ত দাম কমতে একধরনের অনিহা আর হতাশার মাঝে আছেন তারা।

বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি) এর গত কয়েকদিনের বাজার পর্যালোচনা করলে দেখা যায়, সারাদেশে গড়ে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১১৫-১২৫ টাকা পর্যন্ত।

গাজীপুরে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১১৬ টাকা দরে। টাঙ্গাইলে ১১৫-১২৮ টাকা, সিলেটে ১২০ টাকা, ময়মনসিংহে ১১৫ টাকা, সিরাজগঞ্জে ১২৫ টাকা, ফরিদপুরে ১১৮ টাকা, নোয়াখালীতে ১২২ টাকা, বগুড়া ১২০ টাকা, বরিশালে ১২৫ টাকা। তবে খুচরা বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। খুব শিঘ্রই ন্যায্যমূল্যে ব্রয়লার করতে চান খামারিরা।

ফার্মসএন্ডফার্মার/ ২৪ নভেম্বর, ২০২২